পাসপোর্ট নম্বর দিয়ে ভিসা চেক করার নিয়ম মালয়েশিয়া। মালয়েশিয়া ভিসা চেকিং

মালয়েশিয়ার ভিসা হাতে পেয়ে থাকলে এই পোষ্টটি আপনার জন্য। দেখুন কিভাবে অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়ার ভিসা চেক করবেন।বর্তমানে বাংলাদেশের অবরোহ জাল ভিসা পাওয়া যাচ্ছে। প্রতারণা এড়াতে অবশ্যই নিম্ন উপায়ে ভিসা চেক করুন।

 

মালয়েশিয়ার ভিসা হাতে পেয়ে থাকলে আপনি প্রথমে Malaysia Immigration Website থেকে আপনার ভিসা চেক করুন। তাহলে আপনি প্রতারিত হবেন না বা বিপদে পড়া সম্ভব না থাকবে না। এই পোস্টে ভিন্ন ভিন্ন উপায়ে কিভাবে মালয়েশিয়া ভিসা চেক করবেন তার উপায় দেখাবো।

পেজের সূচিপত্র: 

  • মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম 
  • মালয়েশিয়া কলিং ভিসা চেক 
  • মালয়েশিয়া ই ভিসা চেক 
  • পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক
  • কোম্পানির রেজিস্ট্রেশন নম্বর দিয়ে মালয়েশিয়া ভিসা চেক
  • ভিসা স্ট্যাটাস কোনটার অর্থ কি জেনে নিন সহজে
  • মালয়েশিয়া টুরিস্ট ভিসা রিকোয়ারমেন্ট
  • মালয়েশিয়ার ভিসার মেয়াদ কত
  • মালয়েশিয়া ভিসা চেক সম্পর্কে শেষ কিছু কথা 

মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম 

মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম এখানে আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো যা আশা করি আপনার কাজে লাগবে। অনেক উপায়ে মালয়েশিয়া ভিসা চেক করা যায়। 

প্রথম নিয়ম

মালয়েশিয়া ভিসা চেক করার জন্য অনলাইনে eservices.imi.gov.my/myimms/PRAStatus এই লিংকে ভিজিট করুন। এরপর ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার লিখে সার্চ বাটনে ক্লিক করে ভিসা চেক করা যাবে। এছাড়াও কলিং ভিসার প্রথম পাতায় কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করে ভিসা চেক করতে পারেন। 

দ্বিতীয় নিয়ম:

উপরের নিয়মটি ছাড়াও মালয়েশিয়ার ইমিগ্রেশন ওয়েবসাইট ব্যবহার করে পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি ভিসা চেক করতে পারবেন। এজন্য 

 

  • সর্বপ্রথমে আপনাকে মালয়েশিয়ার ইমিগ্রেশন ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। 
  • অফিসিয়াল ওয়েবসাইটটিতে প্রবেশ করলে উপরের ছবির মত দেখতে পাবেন। এরপর নিচের নির্দেশনা অনুযায়ী ইনফরমেশন দিতে হবে। 
  • Document No: এই বক্সে আপনাকে আপনার বৈধ পাসপোর্ট নাম্বারটি বসাতে হবে। কোনরকম ভুল করা যাবে না। 
  • Country Issue: এই বক্সে আপনাকে আপনার নিজ দেশের নাম সিলেক্ট করতে হবে। আপনি যে দেশে নাগরিক ঠিক সেই দেশের নাম বসাবেন। যেমন ধরুন আপনি যদি বাংলাদেশে নাগরিক হয়ে থাকেন তাহলে "Bangladesh" আর অন্য দেশের হয়ে থাকলে সেই দেশের নাম বসাবেন। 
  • Search: Passport No, Document No, County Issue এসব সঠিক ভাবে বসানোর পর সার্চ অপশনে ক্লিক করুন। সার্চ অপশনে ক্লিক দেওয়ার পর আপনার ভিসা ইনফর্মেশন চলে আসবে। 

মালয়েশিয়া কলিং ভিসা চেক

মালয়েশিয়া কলিং ভিসা চেক করার জন্য services.imi.gov.my/myimms/PRAStatus এই লিংকে ভিজিট করুন। এরপর লিঙ্ক পেপারে থাকা কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করুন। তাহলেই এই কোম্পানিতে আবেদন করা সকলের নাম ও পাসপোর্ট এর তালিকা থেকে আপনার নাম খুজে ভিসা চেক করতে পারবেন। 

এছাড়াও আপনি আরো একটি উপায়ে কলিং ভিসা চেক করতে পারবেন। 

মালয়েশিয়া কলিং ভিসা সাধারণত গ্রুপ আকারে হয়ে থাকে। গ্রুপে থাকা সকল শ্রমিকের ভিসা চেক করার জন্য শুধুমাত্র এপ্লিকেশন নম্বর কিংবা কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার প্রয়োজন হয়। কলিং পেপারের উপরের দিকে অ্যাপ্লিকেশন নাম্বারটি থাকে। এবং সেখানেই অবশ্যই কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বারটিও থাকবে। সেটি দিও মালয়েশিয়া কলিং ভিসা চেক করতে পারবেন। 

 

  • সর্ব প্রথমে আপনাকে মালয়েশিয়া ইমিগ্রেশন অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে 
  • এরপরে উপরের ছবির মতই একটি ইন্টারফেস আপনার সামনে আসবে। সেখান থেকে সঠিক তথ্যর বসিয়ে নির্দেশনা অনুসরণ করতে হবে। 
  • Application No: আপনার কলিং পেপারে থাকা এপ্লিকেশন নাম্বারটি হুবাহু সঠিকভাবে আপনাকে টাইপ করে বসাতে হবে। একটি নাম্বারও ভুল করা যাবে না। নাম্বার ভুল করলে ভিসা ইনফরমেশন আসবে না। 
  • এরপর নিচে থাকা স্বাদ অপশনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে গ্রুপে থাকা সকল শ্রমিকদের তথ্য চলে আসবে। সেখান থেকে আপনার নাম ও ভিসা নাম্বার খুঁজে বের করে দেখতে পারবেন।

মালয়েশিয়া ই ভিসা চেক


প্রথম পদ্ধতি:

মালয়েশিয়া ই ভিসা চেক করার জন্য ভিজিট করুন Veryfy Malaysia eVisa লিংকে। এরপর ইংরেজিতে সঠিকভাবে আপনার পাসপোর্ট নাম্বার এবং স্টিকার নাম্বার লিখুন। ছবিতে ক্যাপচা কোডটি Answer বক্সে লিখুন। সবার শেষে I have obtained my eVISA অপশনে ঠিক দিয়ে চেক বাটনে ক্লিক করুন। তাহলেই চলে আসবে আপনার ই ভিসা ইনফর্মেশন।

দ্বিতীয় পদ্ধতি 

যারা মালয়েশিয়া ই ভিসার জন্য আবেদন করেছেন তারা চাইলে ঘরে বসে অনলাইনে ভিসা সর্বশেষ স্ট্যাটাস চেক করতে পারবেন। এজন্য আপনার শুধু পাসপোর্ট নাম্বার এবং স্টিকার নাম্বার প্রয়োজন হবে। এই দুটি ইনফরমেশন সঠিক থাকলে মাত্র এক মিনিটে মালয়েশিয়া ই ভিসা চেক করতে পারবেন।

  • এজন্য প্রথমে আপনাকে 'মালয়েশিয়া ই ভিসা স্ট্যাটাস চেক' ওয়েবসাইটের একটি পেজে ভিজিট করতে হবে। 
  • এরপর আপনাকে সঠিকভাবে আপনার পাসপোর্ট নম্বর এবং স্টিকার নম্বরটি বসাতে হবে। স্টিকার নম্বরটি আপনি আপনার অনলাইনে ই ভিসার আবেদন কপিতে খুজে পাবেন। এটি শুরু হয় EV এভাবে। 
  • তারপর আপনাকে সঠিকভাবে ইমেজ ক্যাপচারটি পূরণ করতে হবে। ইমেজে যা যা লিখা থাকবে সেগুলো সঠিকভাবে 'Answer' বক্সে বসাতে হবে। যদি কোন ভাবে ইমেজে লিখা গুলা বুঝতে না পারেন তাহলে রিফ্রেশ ইমেজের ক্লিক করলে নতুন ক্যাপচার চলে আসবে। 
  • ইমেজ ক্যাপচারটি সঠিকভাবে বসানোর পর "I have obtained my eVISA" এই লিখার বাম পাশের টিক চিহ্নটি তুলে দিতে হবে। তারপর আপনি একদম নিচে থেকে চেক অপশন এ ক্লিক দিলেই আপনার মালয়েশিয়া ই ভি যাবতীয় ইনফরমেশন দেখতে পাবেন।
  • এভাবে খুব সহজে আপনি অনলাইনে আপনার মালেশিয়া ই ভিসা চেক করতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক 

আপনারা যারা ঘরে বসে খুব সহজে অনলাইনের মাধ্যমে মালেশিয়ার ভিসা চেক করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই পোস্টটি। আপনারা অনেকেই হয়তো জানেন না অনলাইনের মাধ্যমে কিভাবে মালয়েশিয়ার ভিসা পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করবেন। এটি খুব সহজ নিয়মে পাসপোর্ট নম্বর দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করতে পারবেন। যেমন ধরুন:

  • প্রথম আপনাকে এই https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus ওয়েব সাইটে প্রবেশ করতে হবে 
  • ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার পাসপোর্ট নাম্বার ও দেশ সিলেক্ট করতে হবে ।
  • পাসপোর্ট নম্বর ও দেশ সিলেক্ট করার পর Carian বাটনে ক্লিক করতে হবে ।
  • যদি আপনার ভিসা লেগে থাকে তাহলে সেখানে ক্লিক করার পর আপনার যাবতীয় তথ্য সামনে চলে আসবে। 

কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক 

আপনাদের যাদের মালয়েশিয়া ভিসা লেগে আছে তাদের অনেকের মনের প্রশ্ন থাকে কিভাবে মালয়েশিয়া ভিসা চেক করবেন। এটা খুব সহজ একটি পদ্ধতি। আপনাকে যে ভিসা দিয়েছে সে বিষয়ে কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে। সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি আপনার ভিসা চেক করে নিতে পারবেন। কিভাবে করবেন তার নিয়ম নিচে দেওয়া হল:

  • কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ভিসা চেক করার জন্য প্রথমে আপনাকে https://eservices.imi.gov.my/myimms/PRAStatus ওয়েব সাইটে প্রবেশ করতে হবে।
  • ওয়েবসাইটে প্রবেশ করার পর কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার এর জায়গায় আপনার কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার নির্ভুলভাবে দিতে হবে।
  • এরপর যদি আপনার ভিসা লেগে থাকে তাহলে আপনার সামনে সকল কর্মীদের লিস্ট বের হয়ে আসবে। ওখান থেকে আপনার নামটি খুঁজে বের করতে হবে 

ভিসা স্ট্যাটাস কোনটার অর্থ কি জেনে নিন সহজে 

Application Status এ বিভিন্ন ধরনের কিওয়ার্ড দেখতে পাবেন। যেমন ধরুন: NEW, PAY, LULUS, ERROR, APROVED, REJECTED ETC স্ট্যাটাস গুলোর মানে নিচে তুলে ধরা হলো। 

New: অর্থাৎ আপনার ভিসা আবেদনটি গৃহীত হয়েছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ দ্বারা প্রক্রিয়া করা হচ্ছে। যদি নথি পাঠানো বাকি থাকে তাহলে দ্রুত তা পাঠানোর অনুরোধ করা যাচ্ছে। 

Pay: আবেদন ফি পরিশোধ সম্পূর্ণ হয়েছে।

Lulus: আপনার ভিসা আবেদনটি মালয়েশিয়ার অভিবাসন বিভাগ দ্বারা অনুমোদিত হয়েছে। 

Cancel: আপনার ভিসা আবেদনটি মালয়েশিয়ার অভিবাসন বিভাগ বাতিল করেছেন।

Rejected: ভিসা আবেদনটি মালয়েশিয়ার অভিবাসন বিভাগ প্রত্যাখ্যান করেছেন।

মালয়েশিয়া টুরিস্ট ভিসা রিকোয়ারমেন্ট 

মালয়েশিয়া টুরিস্ট ভিসায় আবেদনের পূর্বে তাদের রিকোয়ারমেন্ট গুলো জেনে নেওয়া ভালো। তাহলে খুব সহজে মালয়েশিয়া টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং ভিসা পাবেন। রিকোয়ারমেন্ট গুলো হল :

  • একটি বৈধ ও একটিভ পাসপোর্ট ।
  • সদ্য তোলা ছবি, টুপি গ্লাস বা কাপ ইত্যাদি ব্যবহার করা যাবে না ।
  • মালয়েশিয়া ভিসা আবেদন ফরম ।
  • ব্যবসায়ীদের ক্ষেত্রে নবায়নকৃত ট্রেড লাইসেন্স, ভিজিটিং কার্ড ।
  • চাকরিজীবীদের জন্য এনওসি লেটার ।
  • মিনিমাম ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট ।
  • হোটেল বুকিং কপি। 
  • এয়ার টিকিট বুকিং ।
  • কোভিড নাইন ভ্যাকসিন সার্টিফিকেট।

মালয়েশিয়ার ভিসার মেয়াদ কত 

যেহেতু মালয়েশিয়ার ভিসার স্থিতি চেক করার বিভিন্ন উপায় আছে তাই আপনাকে প্রতিটি ধরনের বিচার বৈধতার সময় সম্পর্কে অবশ্যই সচেতন হতে হবে। বিভিন্ন ধরনের ভিসার বৈধতার মেয়াদ নিচে উল্লেখ করা হলো। 

টুরিস্ট ভিসা: একটি স্ট্যান্ডার্ড টুরিস্ট ভিসা ছাড়া হয়তো ৩০ থেকে ৯০ দিন পর্যন্ত থাকার অনুমতি দেয়। মাল্টিপল এন্টি টুরিস্ট ভিসার বীরভূমিয়া থাকতে পারে। একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে একাধিক প্রবেশের অনুমতি দেই যেমন তিন মাস ছয় মাস বা এক বছরের মত। 

স্টুডেন্ট ভিসা: একাডেমিক প্রোগ্রামের সময়কালের জন্য জারি করা হয়। যা ট্রাক সে সোনাল ল্যাঙ্গুয়েজ কোর্স সহ কয়েক বছর হতে পারে। অধ্যায়ন চালিয়ে যাওয়ার জন্য এক্সটেনশন সম্ভব হতে পারে। 

কর্মসংস্থান ভিসা: কর্মসংস্থান পাস সাধারণত কর্মসংস্থান চুক্তির সময়কালের জন্য জারি করা হয়। চাকরি এবং কোম্পানির ওপর নির্ভর করে এগুলো এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত হতে পারে 

দীর্ঘ মিয়াদি সামাজিক ভিজিট ভিসা: পরিবারের সদস্যদের জন্য সামাজিক ভিজিট ভিসা ছাত্রদন্ত প্রধান ভিসাধারীর থাকার সময়কাল দ্বারা জারি করা হয়। যেমন প্রাথমিক ভিসা ধারকের কর্মসংস্থান পাস বা ছাত্র ভিসা 

মালয়েশিয়া ভিসা চেক সম্পর্কে শেষ কিছু কথা 

আপনার দালাল কিংবা এজেন্সির কাছ থেকে মালয়েশিয়া ভিসা হাতে পাওয়া সাথে সাথে অনলাইনে উপরোক্ত আলোচনা মত ভিসা চেক করে নিবেন। ভিসাটি চেক করে আপনি নিশ্চিত হতে পারবেন যে ভিসাটি আসল কিনা। আপনার ভিসাটি আসল হলে ভিসা চেক করার পর আপনার যাবতীয় তথ্য দেখতে পাবেন। যেমন: আপনার নাম, ভিসার টাইপ, ভিসার মেয়াদ, কোম্পানির নাম এবং ভিসার নাম্বার ইত্যাদি।

আর যদি ভিসাটি আসল না হয় তাহলে আপনার কোন ইনফরমেশন আসবে না। প্রয়োজনে আপনি মালয়েশিয়া চেক করার জন্য অভিজ্ঞ ব্যক্তিদের সহযোগিতা নিবেন। মনে রাখবেন এই ক্ষেত্রে দালাল চক্রের হাতে পড়ে অনেকের জীবন নষ্ট হয়। তাই এ ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ডিজিটাল আবিদা নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url