চিরতরে ছারপোকা দূর করার সেরা কার্যকরী ১৫ টি উপায়
ছারপোকার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চিরতরে খুব সহজে ছারপোকা দূর করার সেরা উপায় খুজছেন? এটি আমাদের কি কি সমস্যা সৃষ্টি করে সেটি কি আপনার জানা আছে? না জেনে থাকলে আমাদের আজকের এই আর্টিকেলে চিরতরে ছারপোকা দূর করার সেরা কার্যকরী উপায় সম্পর্কে পড়ুন।
আজকের এই আর্টিকেলে আমরা আপনাদের চিরতরে ছারপোকা দূর করার সেরা কার্যকরী উপায় সহ ছারপোকা কামড়ালে কি হয়, বিছানায় ছারপোকা কেন হয় এবং আরো নানা বিষয় সম্পর্কে জানাবো। তাই ধৈর্য সহকারে আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। আশা করি এটি উপকারে আসবে।
চিরতরে ছারপোকা দূর করা সেরা কার্যকরী ১৫ টি উপায়
ছারপোকা এক ধরনের আতঙ্কের নাম। কেননা এটি যদি একবার কারো বাসায় প্রবেশ করে তবে তা বের করা দুর্বিষহ হয়ে পড়ে। এর আকার অনেক ছোট হলেও এই পোকার কামড় অনেক যন্ত্রণাদায়ক। এই পোকাকে রক্ত চোষা বলে নামকরণ করা হয়েছে। কারণ এই পোকা মানুষের অগোচরে চুপি চুপি কামড় দিয়ে রক্ত চুষে নেই।
আরোও পড়ুন: কাপড়ের কঠিন দাগ তোলার ২০ টি উপায়-কাপড়ের রং ঠিক রাখার উপায় ও সতর্কতা
মূলত বাড়ির বিছানা বালিশ মশারি সোফা এইসব জায়গা ওদের নিরাপদ আবাসস্থল। ছারপোকা নিশাচর প্রাণী না হলেও এটি সাধারণত রাতে অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। চিরতরে ছারপোকা দূর করার সেরা কার্যকরী উপায় আর্টিকেলের এই অংশে আমরা আপনাদের ছারপোকা তাড়ানোর ১৫ টি উপায় সম্পর্কে জানাবো। চলুন জেনে নিই চিরতরে ছারপোকা দূর করার সেরা কার্যকরী ১৫ টি উপায় সম্পর্কে।
- ডেটল বা স্যাভলন
- খোসাসহ শসা
- ন্যাপথলিন
- উচ্চ তাপমাত্রা
- অ্যালকোহল
- ল্যাভেন্ডার অয়েল
- কেরোসিনের প্রলেপ
- আসবাবপত্র রোদে দেওয়া
- পুদিনা পাতা
- প্রাকৃতিক কীটনাশক
- সবকিছু পরিষ্কার রাখা
- বিছানা দেয়াল থেকে দূরে রাখুন
- সাইট্রাস ফলের খোসা
- রসুন
- দারুচিনি
ডেটল বা স্যাভলন: ২৫০ গ্রাম পানিতে চার চা চামচ স্যাভলন একসাথে মিশিয়ে নিতে হবে। পানি কম নিলে স্যাভলন কম নিবেন এবং পানি নিলে বেশি নিলে স্যাভলন বেশি নিবেন। এবার ডেটল বা স্যাভলন মেশানো পানি একটি স্প্রে বোতলে ভরে বাড়ির যেখানে যেখানে ছারপোকা আছে যেমন খাট সোফা বালিশ রান্নাঘর জামাকাপড় সেখানে সেখানে স্প্রে করে দিন। দেখবেন ৫ মিনিটের মধ্যে ছারপোকা মরে যাবে। আর কখনো আসবেনা। এভাবে একটানা এক সপ্তাহ স্প্রে করুন বাড়ি ছারপোকা মুক্ত হয়ে যাবে।
খোসাসহ শসা: একটি খোসা সহ শসা কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা শসার মধ্যে তিন থেকে চার চামচ পানি মিশিয়ে নিন। এবার যেখানে যেখানে ছারপোকা বা তেলাপোকার উপদ্রব বেশি আছে সেখানে একটি ব্রাশের সাহায্যে শসার মিশ্রণটি লাগিয়ে দিন। পাঁচ মিনিটের মধ্যে দেখবেন ছারপোকা বা তেলাপোকা দূর হয়ে গেছে।
ন্যাপথলিন: ছারপোকা দূর করতে ন্যাপথলিন বেশ কার্যকরী একটি উপাদান। ন্যাপথলিন গুঁড়ো করে মাসে দুইবার যেখানে যেখানে ছারপোকার উপদ্রব আছে সেখানে সেখানে ছড়িয়ে দিন। দেখবেন ছারপোকা একেবারে দূর হয়ে গেছে।
উচ্চ তাপমাত্রা: ছারপোকা তাপমাত্রা একেবারেই সহ্য করতে পারে না। তাই এটি ছারপোকা দূর করার একটি কার্যকরী। ১১৩ ডিগ্রি তাপমাত্রাতে ছারপোকা মারা যায়। তাই জামা কাপড় বিছানার চাদর বালিশের কভার কাঁথা এ সকল জিনিস উচ্চতাপের ভালোমতো সিদ্ধ করে ফেলুন। তাহলে ছারপোকা চলে যাবে।
অ্যালকোহল: ছারপোকা দূর করতে অ্যালকোহল ব্যবহার করতে পারেন। যে সকল জায়গায় ছারপোকা আছে সে সকল জায়গায় এলকোহল স্প্রে করলে ছারপোকা মরে যাবে।
ল্যাভেন্ডার অয়েল: ঘরে যে সকল স্থানে ছারপোকার উপদ্রব বেশি সেগুলোতে ল্যাভেন্ডার অয়েল স্প্রে করুন। দুই থেকে তিন দিন লেভেন্ডার অয়েল পরস্পর স্প্রে করলে ছারপোকার ঘর ছেড়ে পালাবে।
কেরোসিনের প্রলেপ: ছারপোকা চিরতরে দূর করতে আসবাবপত্রে কেরোসিনের প্রলেপ দিতে পারেন। কেরোসিনের প্রলেপ দিলে ছারপোকা একেবারেই দূর হয়ে যায়।
আসবাবপত্র রোদে দেওয়া: নোংরা অপরিষ্কার জায়গায় ছারপোকা বেশি আশ্রয় নেয়। তাই পুরাতন আসবাবপত্র বা লেপতোষক পরিষ্কার রাখার জন্য এগুলো নিয়মিত রোদে দিন। এতে করে ছারপোকার আক্রমণ অনেকটা কমে যাবে।
পুদিনা পাতা: ছারপোকা দূর করার আরো একটি কার্যকারী উপাদান হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতার গন্ধ একেবারেই সহ্য করতে পারেনা। তাই ছারপোকা যেখানে বেশি সেখানে পুদিনা পাতা রেখে দিন। এমনকি বিছানা শোফার পাশে বাড়ির প্রতিটি কোনায় কোনায় পুদিনা পাতা বেটে আপনি চাইলে স্প্রে করতে পারেন। এতে ছারপোকা দূর হয়ে যাবে।
প্রাকৃতিক কীটনাশক: প্রাকৃতিক কীটনাশক ব্যবহার করলে ছারপোকা একেবারেই দূর হয়ে যায়। বিছানা ঘরের কোনা সোফা যেখানে যেখানে ছারপোকা আছে সেখানে সেখানে চারিদিকে কীটনাশক ছিটিয়ে দিন দেখবেন ছারপোকা দূর হয়ে যাবে।
সবকিছু পরিষ্কার রাখা: ছারপোকার মূল আশ্রয়স্থান হচ্ছে ময়লা ও পরিষ্কার জায়গা। ঘরের মধ্যে খাটের নিচে মালামাল বা কোন কিছু স্তুপ করে অপরিষ্কার করে রাখলে সেখানে ছারপোকার উৎপাত বাড়বে। তাই ছারপোকা দূর করতে চাইলে ঘর নিয়মিত পরিষ্কার করুন।
বিছানা দেয়াল থেকে দূরে রাখুন: ছারপোকা দূর করার আরো একটি কার্যকরী উপায় হচ্ছে দেয়াল থেকে আপনার বিছানা দূরে রাখুন। প্রতিদিন শোয়ার আগে এবং ঘুম থেকে উঠার পরে ভালোভাবে বিছনা ঝেরে পরিষ্কার করুন। এতে ছারপোকা দূর হবে।
সাইট্রাস ফলের খোসা: কমলা, বাতাবি লেবু, লেবু ইত্যাদি ফলের খোসা ছারপোকা দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে। এসব ফলের খোসাগুলো ছোট ছোট করে কেটে ঘরের বিভিন্ন জায়গায় রেখে দিন এতে ছারপোকা দূর হবে।
রসুন: রসুন ছারপোকা দূর করার একটি কার্যকারী প্রাকৃতিক উপাদান। ছারপোকা তাড়াতে রসুন থেঁতো করে ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিন।
দারুচিনি: দারুচিনির গন্ধ ছারপোকা সহ আরো বিভিন্ন ধরনের পোকামাকড় সহ্য করতে পারে না। তাই দারুচিনি গুড়া করে ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিলে ছারপোকা সহ অন্যান্য পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়।
ছারপোকা ধ্বংস করার উপায়
চিরতরে ছারপোকা দূর করার জন্য আপনার সমস্ত জামা কাপড় বিছানা চাদর এবং ব্যবহার করা সমস্ত জিনিস সরাসরি ওয়াসার বা ড্রয়ারে ফেলে দিন। এরপর রেড ব্যাগ এবং তাদের ডিম সহ সমস্ত লার্ভা নির্মূল করতে এটিকে সর্বোচ্চ তাপ সেটিং চালু করুন। সর্বোচ্চ তাপমাত্রায় এগুলো সিদ্ধ করলে এই পরজীবীদের বেঁচে থাকার আর কোন সম্ভাবনা থাকে না। এভাবে আপনি আপনার বাসার ছারপোকা চিরতরে ধ্বংস করতে পারেন।
ছারপোকা কত ডিগ্রি তাপমাত্রায় মারা যায়?
ছারপোকা অত্যন্ত ছোট ছোট পোকা হলেও এর জ্বালা যন্ত্রণা অনেক বেশি। কোন বাড়িতে ছারপোকা হলে সেটি সহজে দমন করা যায় না। আবার এটি সারাক্ষণ কুটকুট করে কামড় দিতে থাকে বলে মানুষ খুব বিরক্ত হয়। ছারপোকার দমনের একটি গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে বাড়ির সমস্ত জামা কাপড় বিছানা চাদর সবকিছু সর্বোচ্চ তাপমাত্রায় সিদ্ধ করা। চিরতরে ছারপোকা দূর করার সেরা কার্যকরী উপায় আর্টিকেলের এই অংশে আমরা আপনাদের ছারপোকা কত ডিগ্রি তাপমাত্রায় মারা যায় এই সম্পর্কে জানাবো। চলুন জেনে নিই ছারপোকা কত ডিগ্রী তাপমাত্রায় মারা যায়।
ছারপোকার একটি বৈশিষ্ট্য হচ্ছে এরা অতিরিক্ত গরম সহ্য করতে পারে না। তাই তাপমাত্রা বাড়াতে থাকলে এদের জন্য টিকে থাকা কষ্টকর হয়ে ওঠে। ২১ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করলে ছারপোকাদের বসবাসের জন্য সেটি সবচেয়ে অনুকূল হয়ে পড়ে। ৪৫ ডিগ্রি সেলসিয়াস এর চেয়ে বেশি তাপমাত্রায় প্রয়োগ করলেই কিছুক্ষণের মধ্যেই এরা মারা যায়। মনে রাখবেন ছারপোকার প্রজনন ক্ষমতা মধ্যম প্রকারের।
লেবু দিয়ে ছারপোকা দূর করার উপায়
চিরতরে ছারপোকা দূর করার সেরা কার্যকরী উপায় হল লেবু। লেবু দিয়ে আপনি খুব সহজে ছারপোকা দূর করতে পারবেন। এইজন্য প্রথমে আপনাকে ৫০০ গ্রাম পানিতে ৫০ থেকে ৬০ গ্রাম লেবুর রস নিতে হবে। এবার পানির সাথে লেবু ভালোভাবে মিশিয়ে নিন। যে সব জায়গাগুলোতে ছারপোকা বাসা বেধেছে সেই জায়গাগুলোতে লেবুর পানি স্প্রে করুন। ছারপোকা লেবুর গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। তাই লেবু পানির এই স্প্রে ব্যবহার করে আপনি খুব সহজে ছারপোকা দূর করতে পারবেন সেই সাথে ঘরের দুর্গন্ধ দূর হবে।
পোকা কামড়ালে কি হয়
ছারপোকা অতি ক্ষুদ্র ক্ষুদ্র এক ধরনের পোকা। এগুলো জামা কাপড় বা আমাদের বিছানায় বসবাস করে। এটি ক্ষুদ্র পোকা হলেও এর কামড় অত্যন্ত যন্ত্রণাদায়ক। ছারপোকার কামড়ে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়। তবে ছারপোকার কামড়ের মাধ্যমে কোন সংক্রামক রোগের বিস্তার হওয়ার প্রমাণ এখনো পাওয়া যায়নি। মনে রাখবেন ত্বকের মৃত অংশ বা ভাসকুলাইটিসে আক্রান্ত স্থানে ছারপোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। তবে ছারপোকার আক্রমণ মূলত সাইমেক্স লেকচুল্যারিয়াস এবং সাইমেক্স হেমিপেট্রাস এই দুই ধরনের প্রজাতির প্রকার মাধ্যমে হয়ে থাকে।
আরোও পড়ুন: ঠোটের কালো দাগ দূর করার ১৫টি ঘরোয়া উপায়
ছারপোকা কামড়ালে সে জায়গাটায় খুব চুলকায় এবং জ্বালাপোড়া হয়। তবে এই চুলকানি থেকে ভয়াবহ এলার্জি ডেকে আনার কোন সম্ভাবনা নেই। কারো যদি এলার্জি সমস্যা থাকে তাহলে সেটি অতিরিক্ত চুলকাতে পারে। ছারপোকার কামড় মানুষের জন্য হুমকি কর কিছু নয় তবে অতিরিক্ত চুলকালে ডাক্তারের শরণাপন্ন হতে হবে।
ছারপোকা কামড়ালে করনীয় কি
ছারপোকা কামড়ালে এমন কোন কঠিন অসুখ হয় না। ছারপোকা কামড়ালে এ প্রভাব সপ্তাহখানেকের মধ্যে নিজে নিজেই দূর হয়ে যায়। একটি নির্দিষ্ট সময় পর ছারপোকা কামড়ের দাগ আর দেখতে পাওয়া যায় না এমনকি চুলকানিও হয় না। তবে এরপরেও কিছু কিছু মৌলিক বিষয় মেনে চলার পরামর্শ দেন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগ। চলুন মৌলিক বিষয়গুলো জেনে নিন।
- ছারপোকা কামড়ালে এতে ঠান্ডা ভেজা কাপড় দিয়ে কামড়ানোর স্থান ঢেকে রাখুন।
- আক্রান্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
- আক্রান্ত জায়গায় নখ বা কোন কিছু দিয়ে না চুলকানো।
- আক্রান্ত জায়গায় অ্যান্টিসেপ্টিক ক্রিম বা লোশন ব্যবহার করা।
- বাসায় ছারপোকা হলে দ্রুত এটি নির্মূলের ব্যবস্থা করা।
ছারপোকার রক্ত খায় কেন
ছারপোকা অতি ক্ষুদ্র পোকা হলেও এর কামড় ভীষণ যন্ত্রণাদায়ক। এমনকি অনেক সময় এই প্রকার কামড়ে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। ছারপোকা মানুষকে কামড়িয়ে রক্ত খায়। মূলত রক্ত না খেয়ে এরা বাঁচতে পারে না। নিজেদের বেঁচে থাকার জন্যই এরা আমাদের রক্ত পান করতে আসে।
বিছানায় ছারপোকা কেন হয়
ছারপোকা আকারে অনেক ছোট বলে খুব বেশি চোখে পড়ে না। এদিকে একবার কোন বাসায় বাসা বাঁধতে পারলে আর কোন কথাই থাকে না দিনরাত এক করে কামড়াতে শুরু করে। এর কামড় শুধু যন্ত্রণাদায়ক তা নয় এই প্রকার কামড়ের ফলে নানা ধরনের অসুখ ও হতে পারে। সাধারণত ছারপোকা বিছানায় বেশি হয়। চিরতরে ছারপোকা দূর করার সেরা কার্যকরী উপায় আর্টিকেলের এই অংশে আমরা আপনাদের বিছানায় ছারপোকা হওয়ার কারণ সম্পর্কে আলোচনা করব। চলুন জেনে নিই বিছানায় ছারপোকা হওয়ার কয়েকটি কারণ।
- নোংরা পরিবেশ
- পুরাতন আসবাবপত্র
- ঘনঘন ভ্রমণ
- প্রতিবেশীদের কাছ থেকে সংক্রমণ
- ক্র্যাক বা ফাটল
নোংরা পরিবেশ: অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন নোংরা পরিবেশ ছারপোকা বেশি আকর্ষণ করে। তাই বাড়ির জিনিসপত্র নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন না করলে ছারপোকা সহজেই আশ্রয় নেই এবং বসবাস শুরু করে।
পুরাতন আসবাবপত্র: পুরাতন এবং অব্যবহৃত জিনিসপত্রে ছারপোকা বেশি থাকে। এসব পুরাতন ও অব্যবহৃত জিনিসগুলো এক জায়গা থেকে নতুন জায়গায় নিয়ে আসার সময় ছারপোকা ছড়িয়ে যেতে পারে।
ঘন ঘন ভ্রমণ: যারা ঘন ঘন ভ্রমণ করতে পছন্দ করেন এবং বিভিন্ন হোটেলে থাকেন তাদের বিছানায় ছারপোকা আসার সম্ভাবনা বেশি থাকে। কারণ হোটেলের বিছানায় ছারপোকা থাকলে সেগুলো ব্যাগ এবং পোশাকের মাধ্যমে বাসায় চলে আসে। তাই ছারপোকা বিছানায় ছড়িয়ে পড়ে।
প্রতিবেশীদের কাছ থেকে সংক্রমণ: যদি আপনার কোন প্রতিবেশীদের ঘরে ছারপোকা থাকে তবে সেগুলো দেওয়াল বা ফাটলের মাধ্যমে আপনার ঘরে চলে আসতে পারে। এছাড়াও ওই প্রতিবেশীর বাসায় আপনাদের চলাফেরা থাকলে আপনাদের জামাকাপড়ে উঠেও চলে আসতে পারে।
ক্র্যাক বা ফাটল: সাধারণত ঘরের দেওয়ালে বা আসবাবপত্রে কোন ফাটল থাকলে সেখানে ছারপোকা নিরাপদ আশ্রয় কেন্দ্র হিসেবে বেছে নেয়। তাই কিছুদিন পর পর এই ফাটল বা ক্র্যাক গুলো পরিষ্কার না করলে ছারপোকা বাসা বাঁধতে শুরু করে এবং দ্রুত বংশবিস্তার করে। যার ফলে আপনার বিছানায় ছারপোকা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
ছারপোকা দমনের ওষুধ
ছারপোকা দমনের কার্যকরী ওষুধ হচ্ছে কীটনাশক। কীটনাশক ব্যবহার করে আপনি খুব সহজে বাড়ির ছারপোকা দূর করতে পারবেন। ছারপোকা যেখানে বাসা বাঁধে সেই জায়গাগুলোতে কীটনাশক স্প্রে করে দিলেই ছারপোকা দূর হয়ে যায়।
ছারপোকা মারার গ্যাস ট্যাবলেট
ছারপোকা দূর করার আরো একটি কার্যকরী গ্যাস ট্যাবলেট হচ্ছে অ্যালুমিনিয়াম ফসফাইড ট্যাবলেট। ছারপোকা দূর করার জন্য ঘরের আনাচের কানাচে এই ট্যাবলেট রেখে দিন। দেখবেন ছারপোকা দূর হয়ে গেছে।
এই ওষুধটি যে কোন ছারপোকা তেলাপোকা মারার ওষুধ বিক্রেতার কাছে পাবেন। একটা ওষুধ কিনলে এর দাম ২৫ টাকা পর্যন্ত রাখবে। কিন্তু একসাথে বেশি ওষুধ নিলে এটি কিছুটা কম দামেও রাখবে বিক্রেতারা।
সতর্কতা
অ্যালুমিনিয়াম ফসফাইড ট্যাবলেট যে ঘরে ব্যবহার করবেন সেই ঘরের দরজা জানালা বন্ধ করে দুইদিন অন্য কোথাও চলে যান। কারণ যে ঘরে ব্যবহার করা হবে সেই ঘরে কমপক্ষে ২৪ ঘন্টা কেউ প্রবেশ করতে পারবে না। এই পিলে থাকা বিষাক্ত ফসফিন গ্যাস মানুষের জন্য প্রাণঘাতই হতে পারে। তাই এই ট্যাবলেট ঘরে ব্যবহার করার পর কেউ ঘরে প্রবেশ করবেন না। আবার এই ওষুধটি হাতে নাড়লে হাত জ্বালাপোড়া করতে পারে। তাই এই ওষুধটি ব্যবহার করার পূর্বে হাতে পলিথিন পেচিয়ে তারপর ওষুধটি ধরুন। কাজ শেষ হওয়ার সাথে সাথে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন।
ছারপোকা মারার পাউডার
ZoomX ছারপোকা মারার ম্যাজিক পাউডার হিসেবে কাজ করে। এই পাউডারটি চিরতরে বাড়ি থেকে ছারপোকা দূর করার জন্য ১০০% গ্যারান্টি সহকারে কাজ করে। বাড়িতে ছারপোকা হলে এই পাউডার ব্যবহার করুন। এই পাউডারটি বেশ কার্যকরী। এই পাউডারের কোন গন্ধ বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ব্যবহার করার সাথে সাথেই রেজাল্ট পাওয়া যায।
ছারপোকা দমনে ন্যাপথলিন
ছারপোকা দমনে বেশ কার্যকরী একটি উপাদান হচ্ছে ন্যাপথলিন। ছারপোকা তাড়ানোর জন্য অন্তত প্রতিমাসে দুইবার করে ন্যাপথলিন গুড়ো করে বিছানাসহ উপদ্রব প্রবণ স্থানগুলোতে ভালোভাবে ছিটিয়ে রেখে দিন। কিছুদিন এভাবে ব্যবহার করলে দেখবেন ঘরে আর ছারপোকা হবে না। ছারপোকা দূর করার জন্য ন্যাপথলিনের গুলি আলমারির বিভিন্ন কাপড়ের মাঝেও ব্যবহার করা হয়।
ছারপোকা মারার স্প্রে
চিরতরে ছারপোকা দূর করার সেরা কার্যকরী উপায় এর একটি হচ্ছে ছারপোকা মারার স্প্রে ব্যবহার করা। আর এই স্প্রে এর নাম হচ্ছে লেভেন্ডার অয়েল। ঘরের যে সকল স্থানে ছারপোকা বসবাস করে সে সকল জায়গায় ল্যাভেন্ডার অয়েল স্প্রে করুন। ২-৩ দিন একটানা এভাবে স্প্রে করলে ছারপোকা ঘর ছেড়ে পালানোর পথ পাবে না। চিরতরে ছারপোকা দূর করার জন্য ল্যাভেন্ডার অয়েল বেশ কার্যকরী একটি স্প্রে।
এছাড়াও আরও একটি ছারপোকা মারার স্প্রের নাম হলো তালসা ১০ ডব্লিউপি স্প্রে। এই স্প্রে টি যে কোন ক্ষতিকারক পোকার গায়ে লাগলে এটি কোনভাবে পোকার পেটে গেলে সাথে সাথে পোকা মারা যায়। এই ওষুধটি সাধারণত স্পর্শক ও পাকস্থলীর ক্রীড়া সম্পন্ন হওয়ার স্প্রে।
ছারপোকা তাড়ানোর গাছ
উপরের আলোচনায় আমরা আপনাদের চিরতরে ছারপোকা দূর করার বিভিন্ন উপায় সম্পর্কে বলেছি। আর্টিকেলের এই অংশে ছারপোকা তাড়ানোর গাছ নিয়ে আলোচনা করব। বাড়িতে মৌরি গাছ লাগালে ছারপোকা সহ আরো নানা ধরনের পোকামাকড় আসা থেকে রোধ করা যায়। মৌরি গাছের গন্ধে ছারপোকা বাসায় প্রবেশ করে না। যার ফলে ছারপোকা থেকে মুক্তি পাওয়া যায়।
আরোও পড়ুন: বাচ্চাদের রুচি বাড়ানোর উপায়-বাচ্চাদের কি খাওয়ালে খিদে বাড়ে
শেষ কিছু কথা
চিরতরে ছারপোকা দূর করার সেরা কার্যকরী উপায় আর্টিকেলে আমরা আপনাদের ছারপোকা দূর করার অনেকগুলো উপায় সম্পর্কে এবং ছারপোকার আরো অনেক গুলো দিক সঠিক তথ্যের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। এরকম আরো ভালো ভালো আর্টিকেল পেতে www.digitalabida.com এই ওয়েবসাইটটির সঙ্গে থাকুন।
ডিজিটাল আবিদা নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url