ভাঁট গাছের পাতার ১৪ টি উপকারিতা
ভাঁট গাছের পাতার উপকারিতা সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে আমাদের আজকের আর্টিকেলটি আপনার জন্য। এই আর্টিকেলে আমরা আপনাদের ভাঁট গাছের পাতার বিভিন্ন ধরনের উপকারিতা সহ আরো অনেক অজানা বিষয় সঠিক তথ্যের মাধ্যমে জানানোর চেষ্টা করব।
রাস্তা বা জলাশয়ের পাশে মাঠে বনে বা ঝোপঝাড়ে ভাঁটগাছ দেখতে পাওয়া যায়। মাঠে, বনে, জঙ্গলে হয়ে থাকা এই ভাঁট গাছের রয়েছে অসাধারণ উপকারিতা। এই গাছের কান্ড, পাতা, ফুল, শিকড় সব কিছুই আমাদের জন্য অনেক উপকারী। চলুন জেনে নিই ভাঁট গাছের পাতার ১৪ টি উপকারিতা সম্পর্কে।
ভাঁট গাছের পাতার ১৪ টি উপকারিতা
ভাঁট গাছের পাতার উপকারিতা সম্পর্কে আপনি জানলে নিজেও অবাক হবেন। আমাদের চারপাশে রাস্তার ধারে বনে জঙ্গলে জলাশয়ের পাশে মাঠের পাশে অবহেলায় হয়ে থাকা এই গাছটির রয়েছে নানা উপকারিতা। গ্রামে প্রায় সকল জেলায় এই গাছটি অবহেলায় হয়ে থাকতে দেখা যায়। গ্রাম বাংলার অতি পরিচিত একটি গুল্ম জাতীয় উদ্ভিদ এই ভাঁটগাছ। এই গাছে সাদা রংয়ের ফুল ফুটে যা রাস্তার শোভা আরও বেশি বাড়িয়ে দেয়। গাছের মাথায় ডালের উপরে পুষ্পদন্ডে এই গাছের সাদা রংয়ের ফুল ফোটে।
আরো পড়ুন: অপরাজিতা ফুলের চা খাওয়ার ২৬ টি উপকারিতা
গ্রাম বাংলার চির চেনা এই ভাঁট গাছটি অবহেলায় অনাদরে হর হামেশাই হয়ে থাকতে দেখা যায়। ফাল্গুন এবং চৈত্র মাসে এই গাছে সাদা রংয়ের ফুলে রাস্তার দুই ধার ভরপুর হয়ে ওঠে। বিভিন্ন অঞ্চল ভেদে এই ভাঁট গাছকে বিভিন্ন নামে ডাকা হয়। কোন অঞ্চলে ডাকা হয় ভাইটা গাছ, কোন অঞ্চলে ঘেটু, কোন অঞ্চলে বোন জুই, কোন অঞ্চলে ভাটিয়া, অথবা কোন অঞ্চলে ঘন্টাকর্ন নামেও এই গাছকে ডাকা হয়। তবে যে নামেই ডাকা হোক না কেন ভাঁট গাছের পাতার রয়েছে অসাধারণ উপকারিতা। চলুন জেনে নিই ভাঁট গাছের পাতার ১৪ টি উপকারিতা সম্পর্কে।
ভাঁট গাছের পাতার ১৪ টি উপকারিতা
- কৃমি দূর করে
- মাথার উকুন দূর করে
- আলসার নিরাময় করে
- আমাশয় দূর করে
- বিষাক্ত পোকামাকড়ের কামড়ের ক্ষত যন্ত্রণা দূর করে
- ম্যালেরিয়া রোগের জন্য উপকারী
- চর্মরোগ দূর করে
- শরীরের দুর্বলতা দূর করে
- লিভারের সমস্যা দূর করে
- রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
- শ্বাস যন্ত্রের রোগ নিরাময় করে
- ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী
- কোষ্ঠকাঠিন্য দূর করে
- রক্তচাপ নিয়ন্ত্রণ করে
কৃমি দূর করে: ভাঁট গাছের পাতার রস অত্যন্ত তিতা হওয়ায় এই গাছের পাতা বেটে কৃমি রোগীদের খাওয়ালে কৃমি মরে যায়। এক কথায় কৃমির জন্য এই গাছের পাতার রস অত্যন্ত উপকারী।
মাথার উকুন দূর করে: ভাঁট গাছের পাতার রস অত্যন্ত তিতা হওয়ায় এটি মাথার উকুন দূর করতে বেশ কার্যকরী। যাদের মাথায় উকুনের সমস্যা রয়েছে তারা এই গাছের পাতা বেটে রস করে মাথায় লাগিয়ে এক ঘন্টা পর ধুয়ে ফেললে উকুনের সমস্যা দূর হবে।
আরো পড়ুন: ত্রিফলার ২৫ টি উপকারিতা ও খাওয়ার নিয়ম
আলসার নিরাময় করে: যেকোনো ক্ষত জায়গায় ভাঁট গাছের পাতার রস লাগালে এর প্রতিকারটি ম্যাচুরেন্ট হিসেবে খুব ভালো কাজ করে। এছাড়াও একটি আলসার নিরাময়ের জন্য বেশ কার্যকরী। শরীরের কোন জায়গা ফুলে গেলে খোলা ভাব কমাতে এই গাছের পাতার কার্যকারিতা ব্যাপক।
আমাশয় দূর করে: দীর্ঘদিন জ্বরে ভুগে আমাশয় হলে অথবা পেট ব্যথা হলে এই গাছের কচি পাতা বেটে রস করে কয়েক দিন সকালে খেলে এ সকল সমস্যা দূর হবে।
বিষাক্ত পোকামাকড়ের কামড়ের ক্ষত যন্ত্রণা দূর করে: শরীরের কোন জায়গায় বিষাক্ত পোকামাকড়ে কামড় দিলে সেই জায়গার ক্ষতস্থানে ভাঁট গাছের পাতা এবং ফুল একসঙ্গে বেটে অথবা ব্লেন্ডারের ব্লেন্ড করে ক্ষতস্থানে লাগালে যন্ত্রণা কমে যায় এবং বিষাক্ত পোকামাকড়ের বিষ নষ্ট হয়।
ম্যালেরিয়া রোগের জন্য উপকারী: ম্যালেরিয়া চিকিৎসায় বিশেষ করে অল্প বয়সী ছেলেমেয়েরা ম্যালেরিয়া রোগে আক্রান্ত হলে ভাঁট গাছের পাতার রস বেশ উপকারী। প্রতিদিন অন্তত তিনবার দুই চামচ পরিমাণ ভাঁট গাছের পাতার রস করে খাওয়ালে ম্যালেরিয়া রোগ ভালো হয়।
চর্মরোগ দূর করে: শরীরের কোন জায়গা চর্ম রোগে আক্রান্ত হলে ভাঁট গাছের পাতা থেঁতো করে আক্রান্ত স্থলে ভালোভাবে প্রলেপ দিয়ে পরিষ্কার পাতলা সুতি কাপড় বেঁধে দিতে হবে। এভাবে কিছুদিন নিয়মিত ব্যবহার করলে দেখবেন চর্মরোগ সেরে গেছে
শরীরের দুর্বলতা দূর করে: অনেক সময় আমাদের শরীর অনেক বেশি দুর্বল হয়ে যায়। শরীর দুর্বল হলে ভাঁট গাছের পাতার রস বেশ উপকারী। সেই ক্ষেত্রে ভাঁট গাছের পাতা রস করে প্রতিদিন চার চামচ করে খেলে শারীরিক দুর্বলতা দ্রুত সেরে যায়। শরীরে বল ফিরে আসে।
লিভারের সমস্যা দূর করে: কেউ লিভারের রোগে আক্রান্ত হলে তা নিরাময়ের জন্য ভাঁট গাছের পাতা চিবিয়ে খেলে দ্রুত উপকার পাওয়া যায়। এই গাছের পাতা ডায়রিয়া নিরাময়ের জন্যেও বেশ উপকারী।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে: মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরকে রোগমুক্ত রাখতে ভাঁট গাছের পাতার জুড়ি মেলা ভার।
শ্বাস যন্ত্রের রোগ নিরাময় করে: ভাঁট গাছের পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যা আমাদের শ্বাস যন্ত্রের রোগ নিরাময় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শ্বাসযন্ত্রের জন্য অনেক উপকারী একটি উপাদান।
ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী: ভাঁট গাছের পাতার উপাদান সমূহ ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কোষ্ঠকাঠিন্য দূর করে: ভাঁট গাছের পাতায় উচ্চমানের অ্যান্টিঅক্সিডেন্ট এবং হাইপার থাকায় এটি আমাদের হজমশক্তি উন্নতি করে। যার ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়।
রক্তচাপ নিয়ন্ত্রণ করে: যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তাদের জন্য ভাঁট গাছের পাতা বেশ উপকারী। নিয়মিত ভাঁট গাছের পাতার রস খেলে এটি আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
ভাঁট গাছের বৈশিষ্ট্য
ভাঁট গাছের বৈশিষ্ট্য সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে ভাঁট গাছের পাতার উপকারিতা আর্টিকেলের এই অংশটুকু মনোযোগ সহকারে পড়ুন। ভাঁটগাছ সাধারণত আমাদের বাড়ির আশেপাশে রাস্তার ধারে, ঝোপঝাড়ে, পুকুর পাড়ে, জলাশয়ের পাড়ে অথবা মাঠে-ঘাটে দেখতে পাওয়া যায় এই গাছের বৈজ্ঞানিক নাম হল Clerondenron Viscosum এবং এ গাছের ইংরেজি নাম Glory Bower.
এটি একটি গুল্ম জাতীয় গাছ। এই গাছ সাধারণত ৩ থেকে ৪ মিটার পর্যন্ত লম্বা হয়। এই গাছের পাতাগুলো দেখতে সবুজ রঙের এবং অনেকটা পান পাতার মত। পাতার উপরের অংশ খসখসে হয়। এই গাছে ডালের শিষ্য স্থানে ফুল ফোটে। ফুলের রং সাধারণত সাদা এবং হালকা বেগুনি রং মিশিয়ে থাকে। এই গাছের ফুলে মিষ্টি সৌরভ থাকাই মৌমাছিরা মধু সংগ্রহের জন্য ফুল ফোটার পরে দলে দলে ছুটে আসে।
ভাঁট গাছের ফুলের ৪ টি উপকারিতা
ভাঁট গাছের ফুলের উপকারিতা সম্পর্কে জানলে আপনি নিজেও অবাক হবেন। ভাঁট গাছের সাধারণত রাস্তার দুই ধারে হালকা সাদা এবং বেগুনি রঙের ফুল ফুটতে দেখা যায়। এর সোভা দেখে ছোট বড় সকলেই মুগ্ধ হয়। এই ফুল শুধুমাত্র রাস্তার পথিকদের মনোমুদ্ধই করেনা এটি অনেক উপকারী একটি ফুল। ভাঁট গাছের ফুলের উপকারিতা সম্পর্কে জানতে হলে ভাঁট গাছের পাতার উপকারিতা আর্টিকেলের এই অংশটুকু মনোযোগ সহকারে পড়ুন। চলুন জেনে নিই ভাঁট গাছের ফুলের উপকারিতা সম্পর্কে।
ভাঁট গাছের ফুলের ৪ টি উপকারিতা
- কৃমি উপশম করে
- ক্ষত দূর করে
- পোকামাকড়ের কোমরের ব্যথা ও বিষ দূর করে
- চিকেন মাইকস এর উপদ্রব কমায়
কৃমি উপশম করে: কেউ কৃমিতে আক্রান্ত হলে ভাঁট গাছের পাতার ফুল বেটে রস করে খাওয়ালে কৃমি দ্রুত উপশম হয়।
ক্ষত দূর করে: ক্ষত নিরাময়ে ভাঁট গাছের ফুলের জুড়ি মেলা ভার। ক্ষত জায়গায় ভাট গাছের ফুল বেটে নিয়মিত প্রলেপ দিলে ক্ষত দ্রুত সেরে যায়।
পোকামাকড়ের কোমরের ব্যথা ও বিষ দূর করে: বিষাক্ত পোকামাকর কামড় দিলে ভাঁট গাছের ফুল বেটে প্রলেপ লাগালে আক্রান্ত জায়গা দ্রুত সেরে যায় এবং এর বিষ নষ্ট হয়।
চিকেন মাইকস এর উপদ্রব কমায়: ঘরে চিকেন মাইকস এর উপদ্রব বাড়লে ভাঁট গাছের ফুল ঘরের যে কোন জায়গায় টাঙিয়ে রেখে দিলে এই ফুলের গন্ধে চিকেন মাইকস দূরে চলে যাই।
এক কথায় বলা যায় ভাঁট গাছের পাতার উপকারিতা যেমন রয়েছে তেমনি এই গাছের ফুলের উপকারিতাও কম নয়। এক কথায় এই ফুল আমাদের শরীরের জন্য অনেক উপকারী।
ভাঁট গাছের মূলের ৪ টি উপকারিতা
ভাঁট গাছের মূলের উপকারিতা সম্পর্কে জানাবো আপনাদের আজ। এই গাছের পাতা এবং ফুল আমাদের জন্য উপকারী তা কিন্তু নয় এ গাছের মূলেও রয়েছে অনেক উপকারিতা। ভাঁট গাছের মূলের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভাঁট গাছের পাতার উপকারিতা আর্টিকেলের এই অংশটুকু মনোযোগ সহকারে পড়ুন। এই অংশটুকু পড়লে ভাঁট গাছের মূলের উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। চলুন জেনে নিই।
ভাঁট গাছের মূলের ৪ টি উপকারিতা
- টিউমারের জন্য উপকারী
- পেটের যন্ত্রণায় উপকারী
- দাঁতের জন্য উপকারী
- জ্বর এবং সর্দি কাশি কমে
টিউমারের জন্য উপকারী: টিউমারের ফোলা কমাতে ভাঁট গাছের পাতার উপকারিতা অনেক বেশি। সেক্ষেত্রে টিউমারের ফোলা ভাব কমাতে ভাঁট গাছের মূল ভালোভাবে বেটে টিউমারের উপর প্রলেপ দিয়ে পাতলা সুতি কাপড় দিয়ে বেঁধে দিতে হবে। কয়েকদিন এরকম প্রলেপ দিলেই টিউমারের ফোলা অংশ সেরে যাবে।
আরো পড়ুন: তুলসী পাতার ২০ টি উপকারিতা ও ১১ টি অপকারিতা
পেটের যন্ত্রণায় উপকারী: দীর্ঘদিন ধরে বদহজমের সমস্যায় ভুগলে অথবা পেটে মল জমে পেটে যন্ত্রণা হলে ৫-৭ গ্রাম ভাঁট গাছের মূল বেটে রস বানিয়ে এক গ্লাস ঘোলের সাথে ভালোভাবে মিশিয়ে খেলে পেটের যন্ত্রণা থেকে উপশম পাওয়া যায়।
দাঁতের জন্য উপকারী: ভাট গাছের মূল দিয়ে মেসওয়াক বানিয়ে এটি দিয়ে দাঁত ব্রাশ করলে দাঁতের জন্য উপকারী। এটি মেসওয়াক হিসেবে ব্যবহার করা হয়।
জ্বর এবং সর্দি কাশি কমে: দীর্ঘদিন ধরে জ্বর এবং কাশির সমস্যায় ভুগলে ভাট গাছের শিকড়ের রস খেলে উপকার পাওয়া যায়।
শেষ কিছু কথা
আজকের এই আর্টিকেলে আমরা আপনাদের ভাঁট গাছের পাতার উপকারিতা সহ ভাঁট গাছের বৈশিষ্ট্য, এই গাছের মূলের উপকারিতা এবং ফুলের উপকারিতা সহ ভাঁট গাছের অনেক অজানা বিষয় সঠিক তথ্যের মাধ্যমে জানানোর চেষ্টা করেছি। আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়লে ভাঁট গাছের পাতার উপকারিতা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন যা আপনার অনেক উপকারে আসবে। এরকম আরো ভালো ভালো আর্টিকেল পেতে ডিজিটাল আবিদা ওয়েবসাইটির সঙ্গেই থাকুন।
ডিজিটাল আবিদা নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url